গীত 139:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়; অন্ধকার ও আলোক উভয়ই সমান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 বাস্তবিক অন্ধকারও তোমার কাছে অন্ধকার নয়, বরং রাত দিনের মত উজ্জ্বল; অন্ধকার ও আলো উভয়ই সমান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এমনকি, আঁধারও তোমার কাছে অন্ধকার নয়; রাত্রিও দিনের আলোর মতো উজ্জ্বল, কারণ অন্ধকার তোমার কাছে আলোর সমান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তবু আঁধার তোমার কাছে আঁধার নয়, দিনের মতই রাত আলোময় রাত ও দিন সমান তোমার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়; অন্ধকার ও আলোক উভয়ই সমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়। প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল। অধ্যায় দেখুন |