গীত 138:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর হইতে জানেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কারণ মাবুদ উঁচু, তবুও অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্বিতকে দূর থেকে জানেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন; কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যদিও প্রভু ঊর্ধ্বে সমাসীন, তবুও তাঁর কৃপা দৃষ্টি রয়েছে অবনতের প্রতি, গর্বোদ্ধত তোমার কাছে নিজেকে পারে না লুকাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু গর্ব্বিতকে দূর হইতে জানেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যদিও ঈশ্বর মহিমান্বিত তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন। আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন, কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন। অধ্যায় দেখুন |