গীত 136:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 [তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যিনি একা মহৎ মহৎ অলৌকিক কাজ করেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাঁর স্তব কর –একমাত্র তিনিই সাধন করেন পরমাশ্চর্য কার্য, –চিরায়ত তাঁর অবিচল প্রেম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 [তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য্য কর্ম্ম করেন; —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে। অধ্যায় দেখুন |