গীত 135:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্মাতারা, আর যে কেহ সেইগুলিতে নির্ভর করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যারা প্রতিমা তৈরি করে তারা তাদের মতোই হবে, আর যারা সেগুলির উপর আস্থা রাখে তারাও তেমনই হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাদের নির্মাতা ও উপাসক–— সকলেরই দশা হবে ঐ প্রতিমাগুলির মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে যে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে। অধ্যায় দেখুন |