গীত 132:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তোমার যাজকগণ ধার্মিকতা-পরিহিত হউক, তোমার সাধুগণ আনন্দগান করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তোমার ইমামরা ধার্মিকতা-পরিহিত হোক, তোমার ভক্তরা আনন্দগান করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমার পুরোহিতবৃন্দ যেন তোমার ধার্মিকতায় বিভূষিত হয়, তোমার বিশ্বস্ত লোকেরা তোমার আনন্দগান করুক।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তোমার পুরোহিতকুল বিভূষিত হোক ধার্মিকতায়, তোমার ভক্তবৃন্দ করুক পরম উল্লাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তোমার যাজকগণ ধার্ম্মিকতা-পরিহিত হউক, তোমার সাধুগণ আনন্দগান করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায় সজ্জিত। আপনার নিষ্ঠাবান অনুগামীরা প্রচণ্ড সুখী। অধ্যায় দেখুন |