গীত 132:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের এক বীরের নিমিত্ত এক আবাস। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যতদিন না দেখতে পাই মাবুদের জন্য একটি স্থান, ইয়াকুবের এক বীরের জন্য একটি আবাস। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যতদিন না পর্যন্ত আমি সদাপ্রভুর জন্য এক স্থান, যাকোবের পরাক্রমী ব্যক্তির জন্য এক আবাস খুঁজে পাই।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যতদিন না আমি খুঁজে পাই, প্রভু পরমেশ্বরের জন্য কোন আবাস ভূমি, নির্মাণ করি যাকোবের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বরের যোগ্য বাসস্থান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের একবীরের নিমিত্ত এক আবাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যতক্ষণ পর্যন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!” অধ্যায় দেখুন |