Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 132:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 আমি নিজ গৃহ-তাম্বুতে প্রবেশ করিব না, নিজ শয়ন-খাটিয়ায় উঠিব না;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 আমি নিজের গৃহ-তাঁবুতে প্রবেশ করবো না, নিজের পালঙ্কে উঠবো না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “আমি নিজের গৃহে প্রবেশ করব না অথবা নিজের বিছানায় শয়ন করব না,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমি নিজ গৃহে বাস করব না, শয়ন করব না আপন শয্যায়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমি নিজ গৃহ-তাম্বুতে প্রবেশ করিব না, নিজ শয়ন-খট্টায় উঠিব না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 দায়ূদ বলেছিলেন, “আমি আমার বাড়িতে যাবো না, আমি আমার বিছানায় শোব না।

অধ্যায় দেখুন কপি




গীত 132:3
3 ক্রস রেফারেন্স  

কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।


এই কি তোমাদের আপন আপন ছাদ আঁটা গৃহে বাস করিবার সময়? এই গৃহ ত উৎসন্ন রহিয়াছে।


তোমার হস্ত যে কোন কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন