গীত 132:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আমি তাহার শত্রুগণকে লজ্জা-পরিহিত করিব; কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমি তার দুশমনদেরকে লজ্জা-পরিহিত করবো; কিন্তু তার মাথায় মুকুট শোভা পাবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আমি তাঁর শত্রুদের লজ্জায় আবৃত করব, কিন্তু তাঁর মাথা উজ্জ্বল মুকুটে সুশোভিত হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 উজ্জ্বল কিরীটে শোভিত হবে তার শির, কিন্তু তার শত্রুদের আমি করব লজ্জায় অবনত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমি তাহার শত্রুগণকে লজ্জা-পরিহিত করিব; কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 দায়ূদের শত্রুদের আমি লজ্জায় ঢেকে দেবো। কিন্তু দায়ূদের রাজ্যকে আমি বাড়িয়ে তুলবো।” অধ্যায় দেখুন |