গীত 132:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো; আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 “আমি এখানে দাউদের জন্য এক শিং উত্থাপন করব এবং আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ জ্বেলে দেবো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সেখানে আমি প্রতিষ্ঠিত করব দাউদকুলের মহিমা, আমার অভিষিক্তের জন্য সেই কুলে আমি জ্বেলে দেব এক দীপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি সেখানে দায়ূদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব; আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো। আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব। অধ্যায় দেখুন |