গীত 129:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের প্রতি বর্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্বাদ করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর পথিকেরা বলে না, মাবুদের দোয়া তোমাদের প্রতি বর্তুক! আমরা মাবুদের নামে তোমাদের দোয়া করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 পথিকেরা যেন তাদের একথা না বলে, “সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক; সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 পথচারীরা কেউ বলে না তাদের ডেকে, তোমাদের উপর প্রভুর আশিস পড়ুক ঝরে, প্রভু পরমেশ্বরের নামে, আমরা তোমাদের করি আশীর্বাদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর পথিকেরা বলে না, সদাপ্রভুর আশীর্ব্বাদ তোমাদের প্রতি বর্ত্তুক, আমরা সদাপ্রভুর নামে তোমাদিগকে আশীর্ব্বাদ করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন।” ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি।” অধ্যায় দেখুন |