গীত 129:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহারা সিয়োনকে দ্বেষ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 সেই সকলে লজ্জিত হোক, পিছু হটে যাক, যারা সিয়োনকে হিংসা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যারা সিয়োনকে ঘৃণা করে তারা সবাই লজ্জিত হয়ে ফিরে যাক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সিয়োনকে যারা বিদ্বেষ করে পরাজিত হোক তারা। ফিরে যাক গভীর লজ্জায়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 সেই সকলে লজ্জিত হউক, হটিয়া যাউক, যাহারা সিয়োনকে দ্বেষ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে। যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে। অধ্যায় দেখুন |
এইরূপ হইবে, যেমন ক্ষুধিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে ভোজন করিতেছে; কিন্তু সে জাগ্রত হয়, আর তাহার প্রাণ শূন্য; অথবা যেমন পিপাসিত ব্যক্তি স্বপ্ন দেখে, যেন সে পান করিতেছে; কিন্তু সে জাগ্রত হয়, আর দেখ, সে দুর্বল, তাহার প্রাণে পিপাসা রহিয়াছে; সিয়োন পর্বতের বিরুদ্ধে যুদ্ধকারী সর্বজাতির লোকারণ্য তেমনি হইবে।