Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 128:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 মাবুদ সিয়োন থেকে তোমাকে দোয়া করুন, যেন তুমি সারা জীবন জেরুশালেমের মঙ্গল দেখতে পাও,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার জীবনের প্রতিটি দিন, তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সিয়োন থেকে প্রভু পরমেশ্বর তোমায় করুন আশীর্বাদ! আজীবন তুমি প্রত্যক্ষ কর জেরুশালেমের সমৃদ্ধি!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্ব্বাদ করুন, যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন। সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর।

অধ্যায় দেখুন কপি




গীত 128:5
9 ক্রস রেফারেন্স  

সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্বাদ করুন, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।


তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়োন হইতে তোমাকে সুস্থির রাখুন,


ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।


আমাদের পর্বপুরী সিয়োনের প্রতি দৃষ্টিপাত কর, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ যিরূশালেমকে দেখিবে; তাহা অটল তাম্বুস্বরূপ, তাহার গোঁজ কখনও উৎপাটিত হইবে না, এবং তাহার কোন রজ্জু ছিঁড়িবে না।


ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন;


আর অনেক দেশের লোক যাইবে, বলিবে, চল, আমরা সদাপ্রভুর পর্বতে, যাকোবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি; তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাঁহার মার্গে গমন করিব, কারণ সিয়োন হইতে ব্যবস্থা ও যিরূশালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে।


তোমরা যিরূশালেমের শান্তি প্রার্থনা কর; যাহারা তোমাকে প্রেম করে, তাহাদের কল্যাণ হউক।


ধন্য হউন সদাপ্রভু সিয়োন হইতে, তিনি যিরূশালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।


তিনি তোমার সকল নৈবেদ্য স্মরণ করুন, তোমার হোমবলি গ্রাহ্য করুন। [সেলা]


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন