Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 128:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার ন্যায় হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তোমার বাড়ির অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী আঙ্গুরলতার মত হবে, তোমার মেঝের চারদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী হবে ফলবতী দ্রাক্ষালতার মত, জলপাই গাছের চারার মত শোভা পাবে তোমার সন্তানেরা তোমাকে ঘিরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জিত বৃক্ষের চারার ন্যায় হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে। তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে।

অধ্যায় দেখুন কপি




গীত 128:3
11 ক্রস রেফারেন্স  

তোমার রক্তে তোমার মাতা জলরাশির নিকটে রোপিত দ্রাক্ষালতাস্বরূপ ছিল, সে অনেক জল প্রযুক্ত ফলবান ও শাখায় পূর্ণ হইল।


কিন্তু আমি ঈশ্বরের বাটীতে হরিৎপর্ণ জলপাই বৃক্ষের সদৃশ; আমি অনন্তকালতরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি।


বস্তুতঃ যেটি স্বভাবতঃ বন্য জলপাইবৃক্ষ, তোমাকে তাহা হইতে কাটিয়া লইয়া যখন স্বভাবের বিপরীতে উত্তম জলপাইবৃক্ষে লাগান গিয়াছে, তখন প্রকৃত শাখা যে উহারা, উহাদিগকে নিজ জলপাইবৃক্ষে লাগান যাইবে, ইহা কত অধিক নিশ্চয়।


যোষেফ ফলবান তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান তরু-পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।


সদাপ্রভু তোমার নাম ‘ফলশোভায় মনোহর হরিৎপর্ণ জলপাইবৃক্ষ’ রাখিয়াছিলেন; তিনি মহা তুমুল-শব্দ সহকারে তাহার উপরে অগ্নি জ্বালাইয়াছেন, তাই তাহার শাখা সকল ভাঙ্গিয়া পড়িল।


আমাদের পুত্রগণ যেন বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনীর অনুরূপে তক্ষিত কোণের স্তম্ভসদৃশ হয়;


ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ; তাহারা লজ্জিত হইবে না, যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।


আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, একশত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।


দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার, গর্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন