গীত 124:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকে ওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 কিন্তু ধন্য আমাদের প্রভু পরমেশ্বর, ওদের করালগ্রাসে ভক্ষ্যরূপে তিনি আমাদের করেননি সমর্পণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি। অধ্যায় দেখুন |