গীত 12:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 প্রতিজন প্রতিবাসীর সহিত অলীক কথা কহে; চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধাচিত্তে কথা কহে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 প্রত্যেক জন প্রতিবেশীর সঙ্গে মিথ্যা কথা বলে; চাটুকার ওষ্ঠাধরে ও দ্বিধাচিত্তে কথা বলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে; তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 প্রতিজন প্রতিবাসীর সহিত অলীক কথা কহে; চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধা চিত্তে কথা কহে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 লোকে তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে। প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে। অধ্যায় দেখুন |