গীত 119:95 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)95 দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্য আমার অপেক্ষা করিয়াছে; আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস95 দুষ্টরা আমাকে বিনষ্ট করার জন্য আমার অপেক্ষা করেছে; আমি তোমার নির্দেশগুলো আলোচনা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ95 দুষ্ট আমাকে ধ্বংস করার অপেক্ষায় আছে, কিন্তু আমি তোমার অনুশাসনে মনঃসংযোগ করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)95 আমায় ধ্বংস করার আকাঙ্ক্ষায় ব্যগ্র হয়েছে দুষ্টের দল, কিন্তু তোমার বিধান আমার নিত্যকালের ধ্যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)95 দুষ্টগণ আমাকে বিনষ্ট করিবার জন্য আমার অপেক্ষা করিয়াছে; আমি তোমার সাক্ষ্যকলাপ আলোচনা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল95 দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো। কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে। অধ্যায় দেখুন |