গীত 119:87 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)87 উহারা পৃথিবীতে আমাকে প্রায় নিঃশেষ করিয়াছিল, কিন্তু আমি তোমার নিদেশমালা ত্যাগ করি নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস87 ওরা দুনিয়াতে আমাকে প্রায় নিঃশেষ করেছিল, কিন্তু আমি তোমার আদেশমালা ত্যাগ করি নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ87 তারা আমাকে প্রায় পৃথিবী থেকে মুছে দিয়েছে, কিন্তু আমি তোমার অনুশাসন ত্যাগ করিনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)87 পৃথিবী থেকে আমার অস্তিত্ব ওরা প্রায় মুছে ফেলেছে, তবু অগ্রাহ্য করিনি আমি তোমার আদেশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)87 উহারা পৃথিবীতে আমাকে প্রায় নিঃশেষ করিয়াছিল, কিন্তু আমি তোমার নিদেশমালা ত্যাগ করি নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল87 ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি। অধ্যায় দেখুন |