গীত 119:83 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)83 কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস83 কারণ আমি ধোঁয়া ভরা কুপার মত হয়েছি; তবুও তোমার বিধি ভুলে যাই নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ83 যদিও আমি ধোঁয়ার মধ্যে রাখা সংকুচিত সুরাধারের মতো, কিন্তু আমি তোমার নির্দেশাবলি ভুলে যাইনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)83 পরিত্যক্ত চর্মপেটিকার মত হয়েছি আমি, তবুও ভুলিনি তোমার অনুশাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)83 কারণ আমি ধূমস্থ কুপার সদৃশ হইয়াছি; তথাপি তোমার বিধি ভুলিয়া যাই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল83 যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না। অধ্যায় দেখুন |