গীত 119:82 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)82 তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস82 তোমার নির্দেশের প্রতীক্ষায় আমার চোখ ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা দেবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ82 তোমার প্রতিশ্রুতি পূরণের আশায় আমার দৃষ্টি ক্ষীণ হয়, আমি বলি, “কখন তুমি আমায় সান্ত্বনা দেবে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)82 তোমার প্রতিশ্রুতি পূর্ণতার অপেক্ষায় আমার দৃষ্টি হয়েছে ক্ষীণ, হায় কখন তুমি আমায় দেবে সান্ত্বনা? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)82 তোমার বচনের প্রতীক্ষায় আমার চক্ষু ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা করিবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল82 আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে। হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন? অধ্যায় দেখুন |