Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:76 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

76 আহা! তোমার দয়া আমার সান্ত্বনাজনক হউক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হউক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

76 আহা! তোমার অটল মহব্বত আমার সান্ত্বনাজনক হোক, তোমার গোলামের প্রতি তোমার কথা অনুসারে হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

76 তোমার অবিচল প্রেম যেন আমার সান্ত্বনা হয়, যেমন তুমি তোমার দাসের কাছে প্রতিশ্রুতি দিয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

76 তোমার অবিচল প্রেমই হোক সান্ত্বনা আমার, যে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

76 আহা! তোমার দয়া আমার সান্ত্বনাজনক হউক, তোমার দাসের প্রতি তোমার বচনানুসারে হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

76 এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন। আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন।

অধ্যায় দেখুন কপি




গীত 119:76
4 ক্রস রেফারেন্স  

কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে, তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।


তোমার দাসের পক্ষে সফল কর তোমার বচন, যাহা তোমার প্রতি ভয় সম্বন্ধীয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন