Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:60 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

60 আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না, তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

60 আমি তৎপর হলাম, বিলম্ব করলাম না, তোমার সমস্ত হুকুম পালন করার জন্য।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

60 আমি দ্রুত তোমার আদেশ পালন করব, দেরি করব না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

60 তোমার আদেশ পালনের জন্য ত্বরান্বিত হই, বিলম্ব করি না আমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

60 আমি সত্বর হইলাম, বিলম্ব করিলাম না, তোমার আজ্ঞা সকল পালন করিবার জন্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

60 কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 119:60
7 ক্রস রেফারেন্স  

তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন, যেন আমি পরজাতিগণের মধ্যে তাঁহার বিষয়ে সুসমাচার প্রচার করি, তখন আমি ক্ষণমাত্রও রক্ত মাংসের সহিত পরামর্শ করিলাম না,


তোমার হস্ত যে কোন কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য কি সঙ্কল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা, কিছুই নাই।


কল্যের বিষয়ে গর্বকথা কহিও না; কেননা এক দিন কি উপস্থিত করিবে, তাহা তুমি জান না।


তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর।


[তাহারা জলসঞ্চলনের অপেক্ষায় থাকিত। কেননা বিশেষ বিশেষ সময়ে ঐ পুষ্করণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কমপন করিতেন; সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোন রোগ হউক, সে তাহা হইতে মুক্তি পাইত।]


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন