Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:54 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

54 তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস-গৃহে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

54 তোমার বিধিগুলো হয়েছে আমার গজল যেখানেই অমি আমার বাসগৃহ তৈরি করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

54 আমি যেখানেই বসবাস করি না কেন, তোমার নির্দেশাবলিই আমার গানের বিষয়বস্তু।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

54 আমার এ প্রবাস জীবনে তোমার অনুইশাসনই আমার গানের বাণী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

54 তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস-গৃহে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

54 আপনার বিধিগুলোই আমার গৃহে সঙ্গীত।

অধ্যায় দেখুন কপি




গীত 119:54
4 ক্রস রেফারেন্স  

যাকোব ফরৌণকে কহিলেন, আমার প্রবাসকালের একশত ত্রিশ বৎসর হইয়াছে; আমার আয়ুর দিন অল্প ও কষ্টকর হইয়াছে, এবং আমার পিতৃপুরুষদের প্রবাসকালের আয়ুর তুল্য হয় নাই।


আমি চিরকাল সদাপ্রভুর বহুবিধ দয়া গাহিব, আমি নিজ মুখে তোমার বিশ্বস্ততা পুরুষ-পরম্পরার কাছে ব্যক্ত করিব।


হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাক? সঙ্কটের সময়ে কেন লুকাইয়া থাক?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন