গীত 119:53 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)53 দুষ্টদের বিষয়ে আমার ক্রোধ জ্বলিয়া উঠিল, কেননা তাহারা তোমার ব্যবস্থা ত্যাগ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস53 দুষ্টদের বিষয়ে আমার ক্রোধ জ্বলে উঠলো, কেননা তারা তোমার শরীয়ত ত্যাগ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ53 আমি দুষ্টদের প্রতি প্রচণ্ড ক্ষিপ্ত হই, কারণ তারা তোমার বিধিবিধান পরিত্যাগ করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)53 যখন দেখি দুর্জনেরা পরিহার করেছে তোমার বিধান, আমার ক্রোধ হয় প্রজ্বলিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)53 দুষ্টদের বিষয়ে আমার ক্রোধ জ্বলিয়া উঠিল, কেননা তাহারা তোমার ব্যবস্থা ত্যাগ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল53 যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে, তখন আমি ক্রুদ্ধ হই। অধ্যায় দেখুন |
তাহাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম, তাহাদিগকে তিরস্কার করিলাম, এবং তাহাদের কোন কোন ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম, এবং ঈশ্বরের নামে তাহাদিগকে [এই বলিয়া] দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দিবে না, ও আপন আপন পুত্রদের জন্য কিম্বা আপনাদের জন্য উহাদের কন্যাদিগকে গ্রহণ করিবে না।