গীত 119:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 তবে আমি আমার দুর্নামকারীকে জবাব দিতে পারব, কেননা আমি তোমার কালামে নির্ভর করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 তখন তাদের আমি সদুত্তর দিতে পারব যারা আমাকে ব্যঙ্গ করে, কারণ আমি তোমার বাক্যে আস্থা রাখি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 আমি তখন নিন্দুকদের দিতে পারব সমুচিত উত্তর, আমি করেছি নির্ভর তোমারই অঙ্গীকারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 তবে আমি আমার দুর্নামকারীকে উত্তর দিতে পারিব, কেননা আমি তোমার বাক্যে নির্ভর করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 তাহলে যে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো। প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি। অধ্যায় দেখুন |