গীত 119:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 সদাপ্রভু, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তাহা পালন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 হে মাবুদ, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্যন্ত তা পালন করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 হে সদাপ্রভু, তোমার বিধি নির্দেশিত পথে চলতে আমাকে শিক্ষা দাও, যেন আমি শেষদিন পর্যন্ত সেগুলি পালন করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার বিধিসম্মত পথ, আমি আজীবন চলব সেই পথে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 সদাপ্রভু, তোমার বিধি-পথ আমাকে দেখাও, আর আমি শেষ পর্য্যন্ত তাহা পালন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন, আমি সেগুলো মেনে চলবো। অধ্যায় দেখুন |