গীত 119:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার কালাম অনুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে; তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমি আজ ধূলায় অবলুণ্ঠিত, সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 আমি খুব শীঘ্রই মারা যাবো। প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন। অধ্যায় দেখুন |