গীত 119:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আমার নয়ন খুলিয়া দেও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমার নয়ন খুলে দাও, যেন আমি দর্শন করি, তোমার শরীয়তে আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আমার চোখ খুলে দাও যেন আমি তোমার নিয়মকানুনের আশ্চর্য বিষয়াদি দেখতে পাই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 উন্মুক্ত করে দাও আমার দৃষ্টি যেন আমি দেখতে পাই তোমার বিধানের পরমাশ্চর্য নিগূঢ় সত্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমার নয়ন খুলিয়া দেও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 প্রভু আমার চোখ খুলে দিন, আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন এবং যেসব আশ্চর্য কার্য আপনি করেছেন তা পাঠ করতে দিন। অধ্যায় দেখুন |