গীত 119:168 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)168 আমি তোমার নিদেশমালা ও সাক্ষ্যকলাপ পালন করিয়াছি; কারণ আমার সমস্ত পথ তোমার সম্মুখে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস168 আমি তোমার আদেশমালা ও নির্দেশগুলো পালন করেছি; কারণ আমার সমস্ত পথ তোমারই সম্মুখে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ168 আমি তোমার অনুশাসন ও তোমার বিধিবিধান পালন করি, কারণ আমার চলার সকল পথ তোমার জানা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)168 আমি পালন করি তোমার নির্দেশ ও অনুশাসন, আমার সমগ্র জীবন রয়েছে তোমার সম্মুখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)168 আমি তোমার নিদেশমালা ও সাক্ষ্যকলাপ পালন করিয়াছি; কারণ আমার সমস্ত পথ তোমার সম্মুখে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল168 আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি। প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন। অধ্যায় দেখুন |