Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:159 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

159 দেখ, আমি তোমার নিদেশ সকল কেমন ভালবাসি। সদাপ্রভু, তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

159 দেখ, আমি তোমার আদেশমালা কেমন ভালবাসি। মাবুদ, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে সঞ্জীবিত কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

159 দেখো, আমি তোমার অনুশাসন কত ভালোবাসি, তোমার অবিচল প্রেমের গুণে, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

159 হে প্রভু পরমেশ্বর, তোমার নির্দেশমালা আমার পরম প্রিয়, তোমার অবিচল প্রেমে আমাকে কর সঞ্জীবিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

159 দেখ, আমি তোমার নিদেশ সকল কেমন ভালবাসি। সদাপ্রভু, তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

159 দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন।

অধ্যায় দেখুন কপি




গীত 119:159
6 ক্রস রেফারেন্স  

আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।


আমার দুঃখ দেখ, আমাকে উদ্ধার কর, কেননা আমি তোমার ব্যবস্থা ভুলিয়া যাই নাই।


তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না। পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে শুচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং তোমার দয়ার মহাত্মনুসারে আমার প্রতি করুণা কর।


হে আমার ঈশ্বর, আমি এই লোকদের নিমিত্ত যে সকল কার্য করিয়াছি, মঙ্গলের নিমিত্ত আমার পক্ষে তাহা স্মরণ কর।


হে সদাপ্রভু, বিনয় করি, তুমি এখন স্মরণ কর, আমি তোমার সাক্ষাতে সত্যে ও একাগ্রচিত্তে চলিয়াছি, এবং তোমার দৃষ্টিতে যাহা ভাল, তাহাই করিয়াছি। আর হিষ্কিয় অতিশয় রোদন করিতে লাগিলেন।


আমি তোমার আজ্ঞাসমূহে আমোদ করিব, সেই সকল আমি ভালবাসি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন