Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:152 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

152 আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্বাবধি জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

152 আমি তোমার নির্দেশগুলোর দ্বারা আগে থেকে জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

152 অনেক বছর আগে আমি তোমার বিধিবিধান থেকে শিখেছি যে তুমি এগুলি চিরকালের জন্য স্থাপন করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

152 তোমার বিধানের শিক্ষায়, বহু পূর্বেই জেনেছি আমি, এ বিধান তুমি করেছ প্রতিষ্ঠা সুদৃঢ় ভিত্তির উপরে চিরতরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

152 আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্ব্বাবধি জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

152 দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি যে আপনার শিক্ষামালা হবে চিরন্তন।

অধ্যায় দেখুন কপি




গীত 119:152
6 ক্রস রেফারেন্স  

আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না।


আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন, তাহা চিরস্থায়ী; তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না; আর ঈশ্বর তাহা করিয়াছেন, যেন তাঁহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়।


তোমার বাক্যের সমষ্টি সত্য, তোমার ধর্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী।


তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্মময়; আমাকে বুদ্ধি দেও, তাহাতে আমি বাঁচিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন