গীত 119:149 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)149 তোমার দয়ানুসারে আমার রব শুন; হে সদাপ্রভু, তোমার শাসনানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস149 তোমার অটল মহব্বত অনুসারে আমার কথা শোন; হে মাবুদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ149 তোমার প্রেম অনুযায়ী আমার কণ্ঠস্বর শোনো; হে সদাপ্রভু, তোমার আইনব্যবস্থা অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)149 তোমার অবিচল প্রেমের গুণে আমার মিনতি শোন হে প্রভু পরমেশ্বর, বাঁচাও আমার প্রাণ, তুমি যে করুণাময়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)149 তোমার দয়ানুসারে আমার রব শুন; হে সদাপ্রভু, তোমার শাসনানুসারে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল149 হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ। দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন। অধ্যায় দেখুন |