গীত 119:103 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)103 তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে! তাহা আমার মুখে মধু হইতেও মধুর! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস103 তোমার বচনগুলো আমার রসনাতে কেমন মিষ্ট লাগে! তা আমার মুখে মধু হতেও মধুর! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ103 তোমার বাক্য আমার মুখে আস্বাদন করা কত মিষ্টি, আমার মুখে তা মধুর চেয়েও বেশি মধুর! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)103 অমৃতসমান তোমার মুখনিঃসৃত বাণী, সে বাণী আমার কাছে মধুর চেয়েও অতি সুমধুর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)103 তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে! তাহা আমার মুখে মধু হইতেও মধুর! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল103 আপনার বাক্যগুলো আমার মুখে মধুর চেয়েও মিষ্টি লাগে। অধ্যায় দেখুন |