গীত 118:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যারা মাবুদকে ভয় করে, তারা বলুক, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক: “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 প্রভুকে যারা সম্ভ্রম করে তারাও বলুক: তাঁর অবিচল প্রেম অনন্তকাল স্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমরা লোকেরা যারা প্রভুকে উপাসনা কর, তোমরা বলো, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!” অধ্যায় দেখুন |