গীত 118:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 মাবুদই আল্লাহ্; তিনি আমাদেরকে আলো দিয়েছেন; তোমরা দড়ি দিয়ে উৎসবের কোরবানী কোরবানগাহ্র শৃঙ্গে বাঁধ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সদাপ্রভুই ঈশ্বর, এবং তিনি তাঁর জ্যোতি আমাদের উপর দিয়েছেন। বলির পশু নাও, আর দড়ি দিয়ে তা বেদির উপর বেঁধে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, তিনিই আমাদের দান করেছেন দীপ্তি, শাখাপল্লব হাতে শোভাযাত্রা করে এগিয়ে যাও, এগিয়ে যাও বেদী প্রদক্ষিণে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 প্রভুই ঈশ্বর এবং তিনি আমাদের গ্রহণ করেন। বলির জন্য একটা মেষ বাঁধ এবং সেটাকে বেদীর কোণে নিয়ে চল।” অধ্যায় দেখুন |