গীত 118:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 অদ্য সদাপ্রভুর কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আজ মাবুদের কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আজকের এই দিন সদাপ্রভু সৃষ্টি করেছেন; আমরা আনন্দ করব এবং খুশি হব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আজই পরমেশ্বরের বিজয়ের দিন, এই দিনে আমরা করব আনন্দোল্লাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 অদ্য সদাপ্রভুর কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আজকের দিন সেই দিন যা প্রভু সৃষ্টি করেছেন। আজ আমাদের আনন্দ করতে দিন, সুখী হতে দিন। অধ্যায় দেখুন |