গীত 118:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 ধার্মিকদের তাঁবুতে বিজয়ের ও উদ্ধারের আনন্দ ধ্বনি শোনা যাচ্ছে; মাবুদের ডান হাত বিক্রমশালী কাজ করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 ধার্মিকের শিবিরে শোনা গেল আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস: “সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 ঐ শোন বিজয়সঙ্গীত ভক্তবৃন্দের শিবিরে প্রভু পরমেশ্বরের পরাক্রম এ বিজয় করেছে সাধন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 ধার্ম্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উৎসব শুনতে পাবে। প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন। অধ্যায় দেখুন |