গীত 117:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 কেননা আমাদের উপরে তাঁর অটল মহব্বত মহৎ, ও মাবুদের বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। মাবুদের প্রশংসা হোক! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 কারণ আমাদের প্রতি তাঁর প্রেম মহান, এবং সদাপ্রভুর বিশ্বস্ততা অনন্তকালস্থায়ী। সদাপ্রভুর প্রশংসা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 আমাদের প্রতি সুমহান তাঁর অবিচল প্রেম, চিরায়ত তাঁর সত্যনিষ্ঠা। তোমরা প্রভু পরমেশ্বরের প্রশস্তি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কেননা আমাদের উপরে তাঁহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকালস্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভু আমাদের খুব ভালোবাসেন! এবং প্রভু চিরদিনই আমাদের প্রতি সৎ থাকবেন। প্রভুর প্রশংসা কর! অধ্যায় দেখুন |