গীত 116:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 মৃত্যুর দড়ি আমাকে বেষ্টন করলো, পাতালের যন্ত্রণা আমাকে পেয়ে বসলো, আমি সঙ্কটে ও দুঃখে পড়লাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 মৃত্যুর দড়ি আমাকে বেঁধে ফেলল, পাতালের যন্ত্রণা আমার উপর নেমে এল, দুর্দশায় ও দুঃখে আমি জর্জরিত হলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 মৃত্যুর বেড়াজাল আমায় ঘিরে ধরেছিল, গ্রাস করেছিল পাতালের বিভীষিকা, নিদারুণ আতঙ্কে ও যন্ত্রণায় আমি হয়েছিলাম নিমজ্জিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল, আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল। কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম। অধ্যায় দেখুন |