গীত 113:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবী হইতে দরিদ্রকে উঠান; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তিনি ধূলিশয্যা থেকে তোলেন দীনহীনকে, আবর্জনা স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর দরিদ্র লোকদের ধূলো থেকে ওপরে তোলেন। আস্তাকুঁড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন। অধ্যায় দেখুন |