Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 112:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে; সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 তার বংশ দুনিয়াতে বিক্রমশালী হবে; সরল লোকের গোষ্ঠী দোয়া পাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 পৃথিবীতে তার সন্তানেরা হবে ক্ষমতার অধিকারী, তার বংশধরেরা হবে আশিস প্রাপ্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে; সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ‌‌ হবে। সৎ‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 112:2
12 ক্রস রেফারেন্স  

আমি তোমার সহিত ও পুরুষানুক্রমে তোমার ভাবী বংশের সহিত যে নিয়ম স্থাপন করিব, তাহা চিরকালের নিয়ম হইবে; ফলতঃ আমি তোমার ঈশ্বর ও তোমার ভাবী বংশের ঈশ্বর হইব।


যে ধার্মিক আপন সিদ্ধতায় চলে, তাহার পরে তাহার সন্তানগণ ধন্য।


সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়, তাহার বংশ আশীর্বাদ পায়।


কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন।


তাহার প্রাণ কুশলে বাস করিবে, তাহার বংশ দেশের অধিকারী হইবে।


তোমার দাসদের সন্তানগণ বসতি করিবে, তাহাদের বংশ তোমার সাক্ষাতে অটল হইবে।


আর আমি তাহাদের ও তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত ও এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে।


অব্রাহামের মৃত্যু হইলে পর ঈশ্বর তাঁহার পুত্র ইস্‌হাককে আশীর্বাদ করিলেন; এবং ইস্‌হাক বের্‌-লহয়্‌-রোয়ীর নিকটে বসতি করিলেন।


ধূপে পরিপূর্ণ দশ [শেকল] পরিমাণ স্বর্ণের একটি চামচ;


হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না; কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাইবে।


সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্মিকের জন্য সঞ্চিত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন