গীত 109:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব, লোকারণ্যের মধ্যে তাঁহার প্রশংসা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আমি নিজের মুখে মাবুদের অতিশয় শুকরিয়া করবো, লোকারণ্যের মধ্যে তাঁর প্রশংসা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 আমার মুখ দিয়ে আমি সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব; আরাধনাকারীদের মহাসভায় আমি তোমার প্রশংসা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 আমি মুক্তকণ্ঠে করব প্রভুর স্তুতিগান, জনসামাবেশে করব তাঁর মহিমাকীর্তন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব, লোকারণ্যের মধ্যে তাঁহার প্রশংসা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 আমি প্রভুকে ধন্যবাদ দিই। বহু লোকদের সামনে আমি তাঁর প্রশংসা করি। অধ্যায় দেখুন |