গীত 109:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় তাহারা লজ্জায় আচ্ছাদিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে, পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 আমার অভিযোগকারীরা অপমানে আবৃত হোক, এবং আলখাল্লার মতো লজ্জায় আচ্ছাদিত হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 আমার প্রতিপক্ষ হোক কলঙ্কলিপ্ত লজ্জাই হোক ওদের উত্তরীয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় লজ্জায় আচ্ছাদিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 আমার শত্রুদের বিব্রত করে দিন! ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা যেন ওদের লজ্জাই পরিধান করে। অধ্যায় দেখুন |