Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

27 যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত, তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত, তুমিই, হে মাবুদ, এসব করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 যেন তারা জানতে পারে যে, এ তোমার হাতের কাজ, তুমিই, হে সদাপ্রভু, এসব করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 শত্রুরা জানুক, এ তোমারই হস্তক্ষেপ, তুমিই হে প্রভু পরমেশ্বর, তুমিই আমায় করেছ উদ্ধার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত, তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তখন ওই লোকরা জানতে পারবে যে আপনি আমায় সাহায্য করেছিলেন। ওরা জানতে পারবে যে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো।

অধ্যায় দেখুন কপি




গীত 109:27
12 ক্রস রেফারেন্স  

তিনি মনুষ্যমাত্রের হস্ত মুদ্রাঙ্কিত করেন, যেন তাঁহার নির্মিত সকল মনুষ্যই জ্ঞান পায়।


তখন মন্ত্রবেত্তারা ফরৌণকে কহিল, এ ঈশ্বরের অঙ্গুলি। তথাপি ফরৌণের হৃদয় কঠিন হইল, তিনি তাঁহাদের কথায় মনোযোগ করিলেন না; যেমন সদাপ্রভু বলিয়াছিলেন।


এই লোকদের প্রতি কি করি? কেননা উহাদের কর্তৃক যে একটা প্রসিদ্ধ চিহ্ন-কার্য সমপন্ন হইয়াছে, তাহা যিরূশালেম-নিবাসী সকলের নিকটে প্রকাশ আছে, এবং আমরা তাহা অস্বীকার করিতে পারি না।


তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল; তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন।


ইষ্রা মোশির ব্যবস্থায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায়, ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজা তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁহাকে দিলেন।


পরে আমাদের সমস্ত শত্রু যখন তাহা শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কার্য যে আমাদের ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন