গীত 109:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত, তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত, তুমিই, হে মাবুদ, এসব করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 যেন তারা জানতে পারে যে, এ তোমার হাতের কাজ, তুমিই, হে সদাপ্রভু, এসব করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 শত্রুরা জানুক, এ তোমারই হস্তক্ষেপ, তুমিই হে প্রভু পরমেশ্বর, তুমিই আমায় করেছ উদ্ধার, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 যেন তাহারা জানিতে পায় যে, এ তোমার হস্ত, তুমিই, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 তখন ওই লোকরা জানতে পারবে যে আপনি আমায় সাহায্য করেছিলেন। ওরা জানতে পারবে যে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো। অধ্যায় দেখুন |