Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 মহাজন তাহার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 মহাজন তার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 এক পাওনাদার তার সর্বস্ব কেড়ে নিক, অচেনা লোকেরা তার শ্রমের ফল লুট করে নিক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 পাওনাদার মহাজন দখল করুক তার সর্বস্ব, বিদেশীরা লুঠ করে নিক তার শ্রমের ফসল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 মহাজন তাহার সর্ব্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়। আমার শত্রু যে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক।

অধ্যায় দেখুন কপি




গীত 109:11
7 ক্রস রেফারেন্স  

ক্ষুধিত লোক তাহার শস্য খাইয়া ফেলে, কণ্টকের বেড়া ভাঙ্গিয়া তাহা হরণ করে, ফাঁদ তাহার সম্পত্তি গ্রাস করে।


সে আপন পরিশ্রমের ফল ফিরাইয়া দিবে, গ্রাস করিবে না, সে নিজ লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করিবে না।


অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়াইয়া বেড়ায়, তদ্রূপ তুমি মধ্যাহ্ন কালে হাঁতড়াইয়া বেড়াইবে, ও আপন পথে কৃতকার্য হইবে না, এবং সর্বদা কেবল উপদ্রুত ও লুন্ঠিত হইবে, কেহ তোমাকে নিস্তার করিবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন