গীত 109:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 মহাজন তাহার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 মহাজন তার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তার শ্রমফল লুট করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 এক পাওনাদার তার সর্বস্ব কেড়ে নিক, অচেনা লোকেরা তার শ্রমের ফল লুট করে নিক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 পাওনাদার মহাজন দখল করুক তার সর্বস্ব, বিদেশীরা লুঠ করে নিক তার শ্রমের ফসল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 মহাজন তাহার সর্ব্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রমফল লুট করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়। আমার শত্রু যে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক। অধ্যায় দেখুন |