Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 109:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 তাহার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক, আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে [খাদ্য] অন্বেষণ করুক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তার সন্তানেরা ভ্রমণ করতে করতে ভিক্ষা করুক, নিজেদের উৎসন্ন স্থান থেকে দূরে দূরীভূত হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তার সন্তানেরা ঘুরে বেড়ানো ভিখারি হোক; তাদের ভাঙা ঘর থেকে তারা বিতাড়িত হোক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তার সন্তানেরা পথে পথে ভিক্ষা করুক, ধ্বংস স্তূপের মাঝে খুঁজে ফিরুক আশ্রয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক, আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে [খাদ্য] অন্বেষণ করুক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ওরা যেন ঘর বাড়ী হারিয়ে ভিখারী হয়ে যায়।

অধ্যায় দেখুন কপি




গীত 109:10
10 ক্রস রেফারেন্স  

আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই।


যেমন ভ্রমণকারী পক্ষিগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব-কন্যাগণ অর্ণোনের ঘাট সমূহে তদ্রূপ হইবে।


তাহারা খাদ্যের চেষ্টায় পর্যটন করিবে, তৃপ্ত না হইলে রাত্রি যাপন করিবে।


অতএব নামানের কুষ্ঠরোগ তোমাতে ও তোমার বংশে চিরকাল লাগিয়া থাকিবে। তাহাতে গেহসি হিমের ন্যায় শ্বেতকুষ্ঠগ্রস্ত হইয়া তাঁহার সম্মুখ হইতে প্রস্থান করিল।


সেই রক্ত যোয়াবের ও তাহার সমস্ত পিতৃকুলের উপরে বর্তুক, এবং যোয়াবের কুলে প্রমেহী কিম্বা কুষ্ঠী কিম্বা যষ্টি অবলম্বী কিম্বা খড়্‌গে পতিত কিম্বা ভক্ষ্যহীন লোকের অভাব না হউক।


তাহার সন্তানগণ নিস্তার হইতে দূরীকৃত, তাহারা নগরদ্বারে বিমর্দিত হয়, উদ্ধারকারী কেহ নাই।


এমন লোকের পুত্রবাহুল্য হইলে খড়্‌গে নষ্ট হইবে, তাহার সন্তানসন্ততি ভক্ষ্যে তৃপ্ত হইবে না;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন