গীত 107:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে উচ্চে স্থাপন করেন, আর ভেড়ার পালের মত পরিবারের বৃদ্ধি করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 কিন্তু তিনি অভাবীদের কষ্ট থেকে বের করলেন আর তাদের পরিবারগুলিকে মেষপালের মতো বৃদ্ধি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 কিন্তু বেদনার দহ থেকে তিনি দীনকে তুলে আনেন, মেষপালের মত করেন তার বংশবৃদ্ধি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন। এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে। অধ্যায় দেখুন |