গীত 107:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন, সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 আর ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, সেখানকার নিবাসীদের দুষ্টতার কারণে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে। কেন? কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো। অধ্যায় দেখুন |