গীত 107:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 তাহারা প্রজা-সমাজে তাঁহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাঁহার প্রশংসা করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তারা লোকেদের সমাবেশে তাঁকে গৌরবান্বিত করুক এবং প্রবীণদের পরিষদে তাঁর প্রশংসা করুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 জনসমাবেশে তারা ঘোষণা করুক তাঁর অপার মহিমা, নেতৃবৃন্দের সভায় করুক তাঁর প্রশংসা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তাহারা প্রজা-সমাজে তাঁহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাঁহার প্রশংসা করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায় প্রশংসা কর। প্রবীণ নেতারা যখন একত্রিত হবে তখন তাঁর প্রশংসা করো। অধ্যায় দেখুন |