গীত 107:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 যাহাদিগকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 যাদেরকে তিনি সংগ্রহ করেছেন নানা দেশ থেকে, পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে, যাদের তিনি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ফিরিয়ে এনেছেন নানা দেশ থেকে, পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ থেকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 যাহাদিগকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন। তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন। অধ্যায় দেখুন |
আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন; এবং আমি তোমাদের বন্দিদশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ইহা সদাপ্রভু বলেন; এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দি করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব।