গীত 107:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 তাহারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাহাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে, তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 মাতালের মতো তারা ঘুরপাক খেলো আর টলতে থাকল; তাদের বুদ্ধি বিলুপ্ত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 মাতালের মত ওদের চরণ স্খলিত হয়, লোপ পায় তাদের বুদ্ধি বিবেচনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তাহারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাহাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো। নাবিক হিসেবে তাদের ক্ষমতা কোন কাজেই লাগেনি। অধ্যায় দেখুন |